চুয়াডাঙ্গায় তীব্র শীত উপেক্ষা করে ডালের বড়ি কুটাতে গিয়েছিলেন ষাটোর্ধ বৃদ্ধা সখিরন নেছা । কিন্তু ডালের বড়ি কুটানো শেষ হওয়ার আগে তিনি নিজেই শেষ হয়ে গেলেন। রাইসমিলের মেশিনের ফিতায় জড়িয়ে তিনি মারা গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে জেলার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সখিরন নেছা একই উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড শীত উপেক্ষা করে বুধবার সকালে বৃদ্ধ সখিরণ নেছা দেহাটি গ্রামের একটি রাইস মিলে ডালের বড়ি কুটাতে যান। এসময় অসাবধানতাবশত তার গায়ের চাদর চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে যায়। বিদ্যুৎচালিত মেশিনের ফিতায় জড়িয়ে পড়েন তিনিও। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার ছেলে থানায় এসে একটি অপমৃত্যুর মামলা করে গেছেন।























