◉ ফরম কিনেছেন শোবিজ তারকাসহ ৮১০ জন
◉ প্রথম দিন আয় ৪ কোটি ৫ লাখ টাকা
আগামী ১৪ই মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনগুলোর নির্বাচন। নির্বাচন সামনে রেখে গতকাল মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে ৮১০ জন ফরম সংগ্রহ করেছেন, আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
এদিন সকাল ১০টা থেকে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কার্যালয়জুড়ে ছিলো উৎসবরে আমজে। এদিন মনোনয়ন সংগ্রহ করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। এদিন মনোনয়ন সংগ্রহ করেন শিল্পী সামিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন।
বেলা ১১টা নাগাদ মনোনয়নপত্র বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।
প্রথম দিন বিক্রি হওয়া ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ ৬২টি, সিলেট ২৬টি , চট্টগ্রাম বিভাগ ১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা ৭৭টি এবং বরিশাল বিভাগের জন্য বিক্রি হয়েছে ৫৬টি। আওয়ামী লীগ জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ী ও দলীয় স্বতন্ত্র সংসদ সদস্য মিলিয়ে আওয়ামী লীগ সংসদে সংরক্ষিত ৪৮টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি বিরোধী দল হওয়ায় দুটি আসন পাচ্ছে জাতীয় পার্টি।
গতকাল মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৪ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।


























