০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী ১৩৩তম সাধারন সভা উদ্বোধন 

নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিন ব্যাপী  বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে  ১৩৩তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন  হয়েছে। বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভার উদ্বোধন করেন  বাংলাদেশ জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুন কুমার দারিং।  এ সভার মূলবচন ছিলো ” কারন তিনি আপ্যায়িত করেন আকাঙ্খা প্রাণকে,  তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন৷
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা  হয় ও  উওরীয় পরানো  হয়৷ পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তাবৃন্দ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন৷
আয়োজকরা জানান,এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার
খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন৷ প্রতিদিন পতাকা উত্তোলন,  প্রার্থনা, আলোচনা সভা,  প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক, প্রতিযোগিতা,ভলিবল  প্রতিযোগিতা সহ বিভিন্ন   অনুষ্ঠান হবে ৷   এছাড়াও   হিসাব-নিকাস, , কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে ।
মেলায় আসবাবপত্র,  পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক  স্টল বসেছে। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।
জনপ্রিয় সংবাদ

সংকট মেটাতে বাকিতে এলপি গ্যাস আমদানির সুযোগ

দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী ১৩৩তম সাধারন সভা উদ্বোধন 

আপডেট সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিন ব্যাপী  বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে  ১৩৩তম বার্ষিক সাধারণ সভা উদ্বোধন  হয়েছে। বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভার উদ্বোধন করেন  বাংলাদেশ জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুন কুমার দারিং।  এ সভার মূলবচন ছিলো ” কারন তিনি আপ্যায়িত করেন আকাঙ্খা প্রাণকে,  তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন৷
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা  হয় ও  উওরীয় পরানো  হয়৷ পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তাবৃন্দ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন৷
আয়োজকরা জানান,এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার
খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন৷ প্রতিদিন পতাকা উত্তোলন,  প্রার্থনা, আলোচনা সভা,  প্রোগ্রাম পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক, প্রতিযোগিতা,ভলিবল  প্রতিযোগিতা সহ বিভিন্ন   অনুষ্ঠান হবে ৷   এছাড়াও   হিসাব-নিকাস, , কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা তৈরি করা হবে ।
মেলায় আসবাবপত্র,  পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অধশতাধিক  স্টল বসেছে। মেলা চলবে আগামী ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।