০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণ ও চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান 

গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার ইউপি চেয়ারম্যান  ১৭ ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ফরচুন গ্রুপের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজি মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম খোকন (৫০) সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির সক্রিয় সমর্থক।
থানা সূত্র জানায়, মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড় এলাকায় ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর-পশ্চিম পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন জাহাঙ্গীর আলম খোকন। টাকা দিতে অপারগতা জানালে কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলামকে মারধরের পর তুলে নিয়ে পরিষদের একটি কক্ষ আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ  জহিরুলকে উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় রাতে জহিরুল ইসলাম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ‘অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় করা মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
স/মিফা
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

অপহরণ ও চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান 

আপডেট সময় : ০৬:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার ইউপি চেয়ারম্যান  ১৭ ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ফরচুন গ্রুপের দায়ের করা অপহরণ ও চাঁদাবাজি মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম খোকন (৫০) সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির সক্রিয় সমর্থক।
থানা সূত্র জানায়, মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিকেল মোড় এলাকায় ফরচুন ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উত্তর-পশ্চিম পাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন জাহাঙ্গীর আলম খোকন। টাকা দিতে অপারগতা জানালে কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলামকে মারধরের পর তুলে নিয়ে পরিষদের একটি কক্ষ আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ  জহিরুলকে উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় রাতে জহিরুল ইসলাম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ‘অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় করা মামলায় জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
স/মিফা