০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে টমেটো চাষে অমর চন্দ্রের মুখে সাফল্যের হাসি

কুমিল্লার দাউদকান্দিতে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের টামটা গ্রামে ফসলি মাঠে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষ করে সাফল্য লাভ করেছেন। তেমনি একজন স্থানীয় কৃষক অমল চন্দ্র সরকার।
অন্যান্য ফসলের তুলনায় এ জাতের টমেটো চাষে কম খরচ করে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে।
এ প্রসঙ্গে কৃষক অমল চন্দ্র সরকার বলেন, আমি এ বছর ৩০ শতক জমিতে আগাম জাতের বাহুবলী টমেটো বীজ রোপন করেছি। ৩০ শতক জমিতে টমেটো রোপনে সার ও কীটনাশকসহ মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। পাইকারি বাজারে ২৮ শ’ থেকে শুরু করে এখন ৮ শ’ টাকা দরে পর্যন্ত বিক্রি করেছি। এ পর্যন্ত আমার দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি হয়েছে এবং সামনে আরো বিক্রি করতে পারবো।
আশা করছি আগামীতে আরো বেশি জমিতে বাহুবলী টমেটো চাষ করবো- বলেন অমর চন্দ্র সরকার।
তিনি জানান, এ টমেটো ক্ষেতে সার-ঔষধ বেশি প্রায়োজন হয় না। পোকা দমনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে সেক্স ফেরোমন ট্রাপ ও ইয়োলো ট্রাপসহ সব ধরনের পরামর্শ পেয়েছি। এতে আমাদের ক্ষেতের অনেক উপকার হয়েছে । তাদের পরামর্শ পেয়ে টমেটো চাষে আমি আজ সাবলম্বী।
একই এলাকার সাধারণ কৃষক মোঃ বজলুর রহমান বলেন, বারি হাইব্রিড জাতের টমেটো চাষ করে অমর চন্দ্র সরকার লাভবানের কথা শুনেছি। আমি আশা করি আগামীতে এ জাতের টমেটো চাষ করবো।
দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিগার সুলতানা জানান, টমেটো চাষের জন্যে  আমাদের কৃষি অফিস থেকে কৃষক ভাইদেরকে বীজসহ টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়ে থাকে । এবছর দাউদকান্দিতে প্রায় ২০০ হেক্টর  জমিতে টমেটো চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করা যায় এতে কৃষকরা  আর্থিকভাবে লাভবান হবেন।।
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

দাউদকান্দিতে টমেটো চাষে অমর চন্দ্রের মুখে সাফল্যের হাসি

আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
কুমিল্লার দাউদকান্দিতে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের টামটা গ্রামে ফসলি মাঠে হাইব্রিড বাহুবলী জাতের টমেটো চাষ করে সাফল্য লাভ করেছেন। তেমনি একজন স্থানীয় কৃষক অমল চন্দ্র সরকার।
অন্যান্য ফসলের তুলনায় এ জাতের টমেটো চাষে কম খরচ করে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে।
এ প্রসঙ্গে কৃষক অমল চন্দ্র সরকার বলেন, আমি এ বছর ৩০ শতক জমিতে আগাম জাতের বাহুবলী টমেটো বীজ রোপন করেছি। ৩০ শতক জমিতে টমেটো রোপনে সার ও কীটনাশকসহ মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। পাইকারি বাজারে ২৮ শ’ থেকে শুরু করে এখন ৮ শ’ টাকা দরে পর্যন্ত বিক্রি করেছি। এ পর্যন্ত আমার দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি হয়েছে এবং সামনে আরো বিক্রি করতে পারবো।
আশা করছি আগামীতে আরো বেশি জমিতে বাহুবলী টমেটো চাষ করবো- বলেন অমর চন্দ্র সরকার।
তিনি জানান, এ টমেটো ক্ষেতে সার-ঔষধ বেশি প্রায়োজন হয় না। পোকা দমনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে সেক্স ফেরোমন ট্রাপ ও ইয়োলো ট্রাপসহ সব ধরনের পরামর্শ পেয়েছি। এতে আমাদের ক্ষেতের অনেক উপকার হয়েছে । তাদের পরামর্শ পেয়ে টমেটো চাষে আমি আজ সাবলম্বী।
একই এলাকার সাধারণ কৃষক মোঃ বজলুর রহমান বলেন, বারি হাইব্রিড জাতের টমেটো চাষ করে অমর চন্দ্র সরকার লাভবানের কথা শুনেছি। আমি আশা করি আগামীতে এ জাতের টমেটো চাষ করবো।
দাউদকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিগার সুলতানা জানান, টমেটো চাষের জন্যে  আমাদের কৃষি অফিস থেকে কৃষক ভাইদেরকে বীজসহ টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়ে থাকে । এবছর দাউদকান্দিতে প্রায় ২০০ হেক্টর  জমিতে টমেটো চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করা যায় এতে কৃষকরা  আর্থিকভাবে লাভবান হবেন।।