সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ খাবার স্যালাইন খেয়ে জিমহা (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা-সহ আরো চারজনকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (২৬ফেব্রুয়ারী) সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু জিমহা (৩) বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে।
অসুস্থরা হলেন, নিহত শিশুটির মা পারভিন(৩৮) শিশু কন্যা রিয়া (৮), নূরী(৫)ও ভাগ্নি মিথিলা (৭)।
স্বজনেরা বলেন, ইফতার করার সময় মহল্লার একটি দোকান থেকে প্রমি কোম্পানীর কমলা স্বাদের স্যালাইন কিনে পানিতে মিশিয়ে সরবত তৈরি করেন পারভিন। পরে ইফতারের সময় সেই তৈরী করা সরবত পান করে সবাই একই সাথে অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তাদের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন সবাইকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: ফয়সাল হোসেন বলেন, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও প্রমি কোম্পানির কমলা স্বাদের স্যালাইন গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এসময় তার তিন সন্তান জিমহা, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ অবস্থায় তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরও বলেন, হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়।
এবং তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।























