শিক্ষাসফরে অংশগ্রহণ প্রতিটি শিক্ষার্থীর লালিত স্বপ্ন। সেই সফরে থাকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান, বহুগুণ বেড়ে যায় আনন্দমাত্রা। তেমনি সম্প্রসারণ মাঠ সফরের সমাপনী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮ টায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ডাকবাংলোতে ঐ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি শেষ হয় রাত ১০ টায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সোহেলী ও প্রভাষক মো মারুফ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন দশমিক ৫৬ ব্যাচের পাকুন্দিয়ায় আবস্থানরত শিক্ষার্থীরা। সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য, আধুনিক গান, দলীয় গান ও দলীয় নৃত্য মঞ্চস্থ করা হয়।
জানা যায়, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের একটি কোর্সের আওতায় সম্প্রসারণ মাঠ সফরের আয়োজন করে বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ। কিশোরগঞ্জ জেলার দুইটি উপজেলায় ৬ দিনব্যাপী সফরটি শুরু হয় ২৪ ফেব্রুয়ারি।
সম্প্রসারণ সফরে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তৃতীয় বর্ষে অধ্যায়নরত মোট ৯৪ জন শিক্ষার্থীর মধ্য ৪৭ জন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা এবং বাকি ৪৭ আবস্থান করে একই জেলার হোসেনপুর উপজেলায়।


























