‘সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমবারের মতো পালিত হল জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে র্যালি পরবর্তী এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং, ঘিলাছড়ি ইউপি রবার্ট ত্রিপুরাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর আন্তর্জাতিক ভোটার দিবস অনুষ্ঠিত হয়। বিশ্বের কয়েকটি দেশে ভোটার দিবস পালিত হয়। এ দিবসের মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ দিন আলোচনা শেষে কয়েকজন নতুন ভোটার ভোটার তালিকা করেন।
স/মিফা






















