ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর র্স্মাট বাংলাদেষ গড়ার লক্ষ্যে টেকাব প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে দুইমাস ব্যাপি (ভ্যানে) ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্ধোধন করা হয়েছে। আজ রোববার (৩মার্চ) বেলা ১১টার দিকে ফিতা কেটে প্রশিক্ষনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন ও জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক কে,এম নুরুদ্দিন।
এরআগে ১৪ জেলার ১৪টি উপজেলায় দুই মাস ব্যাপি কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম (ভার্চুয়ালি) উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড.গাজী মো.সাইফুজ্জামান (ভার্চুয়ালি)। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক কে,এম নুরুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.কামরুল ইসলাম তালুকদার।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক মো.ফারুক আহম্মেদ রিজভী ও শিক্ষার্থী নুসরাত সেতু প্রমূখ।
প্রশিক্ষনে নারী পুরুষ ৪০ প্রশিক্ষনার্থী এতে অংশ নিচ্ছেন।























