ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালতলা গ্রামের পূর্বশত্রুতার জের ধরে ২ ভাইকে কুপিয়ে আহতর ঘটনায় মামলার ২ নাম্বার আসামী বাপ্পী মুন্সি (২২) কে গ্রেফতার করছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বাশবুনিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটককৃত বাপ্পী মুন্সি বাশবুনিয়া এলাকার মো. বাচ্চু মুন্সির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সরকার।
খোঁজ নিয়ে জানাগেছে, গত ১৩ মার্চ সকালে পূর্ব শত্রুতার জের ধরে দিন মজুর মোঃ মেনাজ সিকদারের পুত্র মোঃ রুহুল সিকদার (৩৪) ও মোঃ রায়হান সিকদার (৩০)কে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহতর মা মোসাঃ মমতাজ বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৫ মার্চ) সকালে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দিলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ সেলিম মামলার ২ নাম্বার আসামীকে গ্রেফতার করেন।
কাঁঠালিয়া থানার ওসি মোঃ নাসির উদ্দিন সরকার জানান, কুপিয়ে আহতর ঘটনার মামলায় ২ নাম্বার আসামীকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।






















