#বিজ্ঞান ইউনিটে সর্বনিম্ন ৮.৮৯ শতাংশ পাস, সর্বোচ্চ পাস ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৩.৩৩ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মানে ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট বিজ্ঞান ইউনিট এবং চারুকলা ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চার ইউনিট মিলিয়ে গড়ে ১১ দশমিক ০১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সে হিসেবে ফেল করেছে ৮৮ দশমিক ৯৯ শতাংশ।
গত ২৩ ফেব্রুয়ারি আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
চার ইউনিটে প্রথম হয়েছেন যারা
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১২০ এর মধ্যে ১০৫. ২৫ পেয়ে প্রথম হয়েছেন খুলনার সরকারি এম এম সিটি কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তী মণ্ডল।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১২০ এর মধ্যে ১০৫. ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর।
বিজ্ঞান ইউনিটে ১২০ এর মধ্যে ১১১.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল।
চারুকলা ইউনিটে ১২০ এর মধ্যে ৯৮. ১৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী মো. বাঁধন তালুকদার।
যেভাবে ফল জানা যাবে:
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
তাছাড়া যেকোন মোবাইল নম্বর থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য DU ALS <roll no>, বিজ্ঞান ইউনিটের জন্য DU SCI <roll no>, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য DU BUS <roll no>, চারুকলা ইউনিটের জন্য DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
উত্তীর্ণদের করণীয়
>>উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ এপ্রিল বিকাল ৩ টা থেকে ২৫ এপ্রিল রাত ১১ টা ৫৯ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে।
বিষয় পছন্দক্রম অনলাইনে দেওয়ার সুবিধার্থে আগামী ১ এপ্রিল তেকে শিক্ষার্থীরা তাদের ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে নামাতে পারবে। তালিকাটি প্রিন্ট করে তাতে পছন্দক্রম আগে লিখে রাখলে পছন্দক্রম অনলাইনে প্রদানে ভুল এড়ানো যাবে।
>>উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে কোটার ফরম সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিস থেকে সংগ্রহ এবং যথাযথভাবে তা পূরণ করে ডাউনলোডকৃত বিষয় পছন্দক্রমের কপিসহ উক্ত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডিনের অফিসে জমা দিতে হবে।
>>ফলাফল নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে।
>> ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী জুলাই মাসের শুরু থেকে ক্লাস শুরু হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের নোটিশ দেখার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

























