মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামের দক্ষিণপাড়া নতুন কবরস্থান সংলগ্ন সড়কের পাশে ভুট্টাক্ষেতে থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ১৫ এপ্রিল সকাল ৮টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই তরুণীর মরদেহ আনুমানিক (৩০) উদ্ধার করে পুলিশ।মরদেহ পাশে একটি রক্ষাক্ত কাঁচি এবংকাঁচির পেকেট পড়ে ছিল।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে গ্রামের এক বাসিন্দা ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ আসে।
মৃত দেহ সহ ঘটনা স্থল এ পুলিশের পিবিআই টিম এসে প্রাথমিক তথ্য অনুসন্ধান করে বলে জানায় স্থানীয়রা।
গজারিয়া থানার ওসি মো.রাজিব খাঁন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
























