০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফ এর গুলিতে ইউপি সদস্য আহত

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ)সদস্যরা আবারও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়েছে। এতে সাইফুল ইসলাম নান্নু(৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যে গুলিবিদ্ধ হয়।আশংকাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
গুলিবিদ্ধ সাইফুল ইসলাম নান্নু লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত গনি মিয়ার পুত্র।
নির্ভরযোগ্য সুত্র জানায়,১৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলার আদিতমারী উপজেলার লোহাকুচী সীমান্ত এলাকায় অবস্তিত আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার নম্বর-৯২১ সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনার জন্য যান ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু সহ ১৫/২০ জন।তারা বাংলাদেশের অভান্তরে লোহাকুচী সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।
এসময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা গুলি ছুরে।এতে সাইফুল ইসলাম নান্নু
গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয় পড়ে পালিয়ে যায় তার সাথে থাকা অন্যরা। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে ইউপি সদস্য নান্নুকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পিঠে গুলিবিদ্ধ নান্নুর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সবুজ বাংলা পত্রিকাকে জানান, এঘটনায় বিএসএফ এর নিকট প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকালে লোহাকুচী সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে এবিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

সীমান্তে বিএসএফ এর গুলিতে ইউপি সদস্য আহত

আপডেট সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ)সদস্যরা আবারও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়েছে। এতে সাইফুল ইসলাম নান্নু(৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যে গুলিবিদ্ধ হয়।আশংকাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
গুলিবিদ্ধ সাইফুল ইসলাম নান্নু লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত গনি মিয়ার পুত্র।
নির্ভরযোগ্য সুত্র জানায়,১৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলার আদিতমারী উপজেলার লোহাকুচী সীমান্ত এলাকায় অবস্তিত আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার নম্বর-৯২১ সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনার জন্য যান ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু সহ ১৫/২০ জন।তারা বাংলাদেশের অভান্তরে লোহাকুচী সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।
এসময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা গুলি ছুরে।এতে সাইফুল ইসলাম নান্নু
গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয় পড়ে পালিয়ে যায় তার সাথে থাকা অন্যরা। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে ইউপি সদস্য নান্নুকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পিঠে গুলিবিদ্ধ নান্নুর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সবুজ বাংলা পত্রিকাকে জানান, এঘটনায় বিএসএফ এর নিকট প্রতিবাদপত্র ও পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকালে লোহাকুচী সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে এবিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।