নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয়সূত্র জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট কে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ফয়সাল চৌধুরী কমেট এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি , দলের কয়েকজন নেতা জানান আমরা শুনেছি তাকে বহিষ্কার করা হচ্ছে।
সাম্প্রতিক ২৮ এপ্রিল রবিবার জলঢাকা পৌরসভার উপ- নির্বাচনে তিনি রেল ইঞ্জিন মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি।























