চাঁদপুরে ফরিদগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু হয়েছে। উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড এলাকায় রবিবার ( ১৯ মে) এই বিশেষ অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। এ সময় বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেলের চালকদের সতর্ক করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পগুলোতে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসময় ট্রাফিক পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবির,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ থানা পুলিশের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।





















