রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ২০২৪-২০২৫ বছরের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ঢাকা টাইমসের হাসান মেহেদী।
আজ (২রা জুন) বেলা ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজের ৩০৯ নম্বর রুমে সমিতির বর্ধিত সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট এই নির্বাচন কমিশন গঠনিত হয়। উক্ত বর্ধিত সভা সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। সাধারণ সদস্যদের প্রত্যেক্ষ ভোটে এই তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয় এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দৈনিক ঢাকা টাইমসের হাসান মেহেদী , এবং বাকি দু’জন হচ্ছে দৈনিক আশ্রয় প্রতিদিনের ইমরান মাহমুদ ও দৈনিক মাতৃজগত পত্রিকার সাকিব আল হাসান।
প্রধান নির্বাচন কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে আজ ২রা জুন থেকে আগামী ৪ই জুন পর্যন্ত বিভিন্ন পদে সাংবাদিক সমিতির নমিনেশন ফরম ক্রয় করতে পারবে প্রার্থীরা । এবং আগামী ৯ই জুন উক্ত সমিতির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাসান মেহেদী। উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি ইয়াসিন মোল্লা, সাংঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর হোসেন, উপদেষ্টা মোঃ ইউসুফ হাওলাদার, উপদেষ্টা মো: রাফসান সহ আরো অন্যান সদস্যবৃন্দ উক্ত সভায় উপস্থিত হয়ে সভাকে প্রাণবন্ত করেছে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা হওয়ার ২ বছর পর এটাই প্রত্যক্ষভাবে প্রথম নির্বাচন। সবাই খুব আন্তরিক তাই সকলের সহযোগিতা থাকলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করি।


























