পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি রোস্তম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় আব্দুস সামাদ ও রফিকুল ইসলাম গং।
অভিযোগে উল্লেখ করা হয় সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে নিজের স্বার্থ হাসিলের জন্য সম্পূর্ণ গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে সম্প্রতি পরিচালনা কমিটি গঠন করেন।
অথচ বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের ছাত্র অভিভাবকরা কিছুই জানেন না। এছাড়া পূর্বের কমিটি নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। বিষয়টি জানা পরেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগ ও নিজে প্রধান শিক্ষক হতে অবৈধ পথ অনুসরণ করছেন।
অভিযোগ অস্বীকার করে ইলিয়াস হোসেন বলেন, বিদ্যালয়ের স্বার্থে নিয়মানুযায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার দৈনিক সবুজ বাংলাকে বলেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





















