ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘আমার জেলায় আমার পেশায় আমিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা জুন) রাত নয় টায় হলের টিভি রুমে এ বিতর্কের আয়োজন করা হয়।
বিতর্কে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফাতেমা তুজ জোহরা ইরানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ টিউটর ও চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব ও ফার্মেসি বিভাগের প্রভাষক ও হাউজ টিউটর রেহেনুমা তানজিন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জান্নাতুল ইশবা বিথী ও সহ সভাপতি শেখ ফারহা শারমিন বিন্দু।
এ রম্য বিতর্কে কাজের বুয়া পেশায় ছিলেন সাদিয়া মুবাশ্বিরা, হাতুরে ডাক্তারের পেশায় ইজমা, ফুড ব্লগার পোশায় সাদিয়া মৌ, ঝিনাইদহের কলা ব্যবসায়ী সুমাইয়া, পেশায় অনলাইন খাবার ব্যবসায়ী রিনি, পেশায় মেকাপ আর্টিস্ট অথি, পেশায় কুচুটে কাকিমা পেশায় মাহমুদা।
প্রধান অতিথির বক্তব্যে হাউজ টিউটর অনিন্দিতা হাবিব নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যেকে নিজেদের জায়গা থেকে অনেক চেষ্টা করেছো। সবার পারফরম্যান্স ভালো ছিলো। তবে সবাইকে প্র্যাকটিসে থাকতে হবে। এছাড়া বিতর্কের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


























