মানিকগঞ্জের শিবালয় ও উথলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বুধবার (০৬জুন ) সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপজেলার শিবালয় বাজারে লাইসেন্স ব্যাতিত জবাইখানা পরিচালনা, ফ্রিজে সঠিকভাবে মাংস সংরক্ষণ না করা ও লাইসেন্স ব্যাতিত পশু খাদ্য বিক্রয় সহ বিভিন্ন অপরাধে পশু জাবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং মৎস খাদ্য ও পশু খাদ্য ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ দোকানদার কে ২৮০০০/-হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উথুলী বাজারে অবৈধভাবে পলিথিন বিক্রয় ও মজুদের অপরাধে একজনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৩০০০০/- টাকা জরিমানা করা হয়।অবৈধ ব্যবসা বন্ধ ও জরিমানা করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৮০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে শিবালয় ও উথুলী বাজারে অবৈধভাবে জবাইখানা পরিচালনা, ফ্রিজে সঠিকভাবে মাংস সংরক্ষণ না করা, মমিন কসাই, আজিজুল হাকিম, রেজাউল খন্দকার, উজ্জল মিয়া ও লাইসেন্স ব্যাতিত পশু খাদ্য বিক্রয় সহ বিভিন্ন অপরাধে রবিউল আউয়াল ও পলিথিন বিক্রয় মজুদের অপরাধে অভিযুক্ত মদন কুমার লিখিত দেন।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টেট৷ এস এম ফয়েজ উদ্দিন বলেন অবৈধভাবে ব্যবসার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





















