‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগানে শনিবার সকালে উপজেলা ভূমি অফিস, জামালপুর সদর প্রাঙ্গনে জেলা প্রশাসন জামালপুরের আয়োজনে ০৮ থেকে ১৪ জুন ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শরীফ পিংকি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়াত আলী ফকির, সহকারী কমিশনার ভূমি মো. শিহাবুল আরিফ।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আবুল কালম আজাদ এমপি। এসময় তার সাথে ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপনকৃত বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরডিসি মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম নূরুল্লাহ মাসুদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন জোনাকী চৌধুরী। এদিকে বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকগণের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর সেলিম, এম.এ জলিল, এডভোকেট ইউসুফ আলী।





















