প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছেন ‘পচলা’ নামের শ্রীলঙ্কার এক তরুণী। প্রেমিক দুবাই প্রবাসী ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ মোরশেদ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন হয়। শুক্রবার রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে।
জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার পুত্র প্রবাসী মোহাম্মদ মোরশেদ বিগত ২-৩ বছর আগে দুবাই থাকাকালে শ্রীলঙ্কান পচলা’র সাথে পরিচয় হয়। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্কে গড়ে উঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নিলে সম্প্রতি বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে আসে। মোরশেদের ছোট ভাই মোহাম্মদ রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন জানান, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শ্রীলঙ্কান বউ পেয়ে এলঅকাবাসী আনন্দিত। (মেইলে ছবি আছে)





















