গাজীপুরে নিজ স্ত্রীকে জবাই করে হত্যার প্রধান আসামি কিবরিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, গত ০৭ জুন ২০২৪ তারিখ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে জনৈক গোলাম মোস্তফা মার্কেটের মোল্লা ফার্মেসির ভিতরে আসামী মোল্লা গোলাম কিবরিয়া(৪১) পিতা- মৃত সায়েক উদ্দিন মোল্লা, সাং-ধসহাটী, থানা-কালিয়া, জেলা- নড়াইল এ/পি সাং-মুলাইদ(মোস্তফা মার্কেটের মোল্লা ফার্মেসী), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর পারিবারিক কলহের জেরে ভিকটিম (আসামীর ২য় স্ত্রী) রিহানা খানম(২৬)’কে বটি দিয়ে মাথার বাম পাশে, বাম ও ডান পাশের চোয়ালে, থুতুনির বাম পাশে, গলার বাম পাশে, গলার মাঝখানে কাটা গভীর গুরুত্বর জখম করতঃ হত্যা করে ফার্মেসী বন্ধ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে একই তারিখ রাত আনুমানিক ২২০০ ঘটিকায় থানা পুলিশকে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিমের লাশ উদ্ধার করতঃ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল,গাজীপুর প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ হারুন অর রশিদ ভূইয়া(৩৫) পিতা-মৃত ইদ্রিস আলী ভূইয়া মাতা- ফতেমা বেগম, সাং চন্দ্র দিঘিলিয়া(ভূইয়া পাড়া), থানা গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ বাদী হয়ে গাজীপুর শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যাহা শ্রীপুর থানার মামলা নং-১৪, তারিখ ০৮/০৬/২০২৪ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়ঃ ০৮ জুন ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী এর আভিযানিকদল ও ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, সূত্রোক্ত মামলার প্রধান আসামী মোল্লা গোলাম কিবরিয়া(৪১) চট্রগ্রাম মহানগরীর পাহারতলী থানাধীন অলংকার মোড় এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র্যাব-১, সিপিএসসি গাজীপুর এর আভিযানিক দল ও র্যাব-০৭, সিপিএসসি, চট্রগ্রাম এর আভিযানিক দল সম্মিলিত হয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চট্রগ্রাম মহানগরীর পাহারতলী থানাধীন অলংকার মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোল্লা গোলাম কিবরিয়া(৪১) পিতা- মৃত সায়েক উদ্দিন মোল্লা, সাং-ধসহাটী, থানা-কালিয়া, জেলা- নড়াইল এ/পি সাং-মুলাইদ(মোস্তফা মার্কেটের মোল্লা ফার্মেসী), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে অদ্য ০৮ জুন ২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২.৫০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দখল হতে ০৩টি মোবাইল ফোন, ০৫(পাঁচ)টি সীমকার্ড, ০১(এক) টি চিকন স্বর্ণের চেইন, ০১(এক) টি স্বর্ণের কানের দুল, ০১(এক) টি মানিব্যাগ, নগদ-১১,৬০০/-টাকা, ০১(এক)টি চাবির ছড়া, ০১(এক)টি মোবাইলের চার্জার, ০১(এক)টি ডিবিবিএল ডেবিট কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।





















