ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন চট্রগ্রামে । শপথ অনুষ্ঠানে ৫০ টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
তারমধ্যে শপথ নিলেন রাজস্থলী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান শ্রী হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং।
আজ বুধবার (১২জুন) দুপুরে চট্রগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এসময় চট্রগ্রাম পুলিশ কমিশনার,স্ব স্ব উপজেলা নিবার্হী কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
























