বিকাল থেকে গাজীপুরে বৃষ্টি হওয়ার কারণে যান চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। এতে করে ঘর মুখি মানুষের ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা প্রায় ঘন্টা খানেক মুষলধারে বৃষ্টি হয়। এতে করে শহরের, চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর রাজবাড়ী মহাসড়ক,সহ বিভিন্ন সড়ক পানিবন্দী হয়।বৃহস্পতিবার দুপুরের পর থেকেই, একাধিক গার্মেন্টস সুয়েটার ও কল কারখানার ছুটি ঘোষণা হয়।যাতে করে মুখে মানুষের ব্যাপক চাপ দেখা দেয় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে, ভোগান্তি বেড়েছে মানুষের। তার পাশাপাশি লোকাল বাস ও দূরপাল্লার বাসগুলোতেও স্থবিরতা দেখা দেয়। এতে লম্বা যানজট সৃষ্টি হয় ।
তবে আবহাওয়া বিশ্লেষক বলছেন, জলবায়ু পরিবর্তন হওয়ায় কয়েকদিন গরমের চাপ ছিল। তবে এ বৃষ্টি দীর্ঘায়ু হতে পারে। তার সাথে সাথে অধিক মাত্রায় বজ্রপাত হতে পারে। সেই সাথে ঘুরে ঘুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ থেকে বলা হয়, বৃষ্টির পানি মহাসড়কে যেন জমে না থাকে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। ইতিমধ্যেই যানজট নিরসন ও মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ বিউটি পালন করছেন।























