১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে টিসিবির পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ

জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

২২ জুন (শনিবার) কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে কোজগড় বাজারে চাল ছাড়াই টিসিবির পণ্য বিতরনে অভিযোগ উঠেছে বীথি এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছানো মাত্রই উক্ত প্রতিষ্ঠানের ডিলারের ছেলে এ এম সাকিম মেহেদী দৈনিক সবুজ বাংলাকে বলেন, আমরা চেষ্টা করছি চালসহ পণ্য বিতরনের কিন্তু গ্রাহকরাই নিতে চায়না আর যারা নিচ্ছে তাদের অনেকেই বিক্রি করে দিচ্ছে।

টিসিবির পণ্য গ্রাহক তার সুবিধা মতই নিবে বা আপনারা তাদের চাহিদা মত পণ্য সরাবারহ করবেন এধরনের কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন কোন নিয়ম নেই। সরকারের বেধে দেওয়া পণ্যের সবগুলো গ্রাহক নিতে বাধ্য এবং ডিলাররাও দিতে বাধ্য।

তাহলে চাল ছাড়া কেন অন্যান্ন পণ্য বিক্রি করছেন? উত্তরে ডিলারের ছেলে জানান, এর আগে যারা ডিলার ছিলেন তারাই এ ব্যবস্থা করে গেছেন  আমরা কি করব। তাছাড়া  অনেকেই সম্পূর্ণ টাকার যোগান দিতে পারেনা। এসময়ে টেক অফিসার কে দেখা যায়নি, টেক অফিসারের কথা জানতে চাইলে, বীথি এন্টারপ্রাইজ এর মালিক ও ডিলার মোফাজ্জল হোসেন বলেন, তিনি এসে ছিলেন। এখন অন্য স্থানে দায়িত্ব পালন করছেন। চাউল বিতরনে অনিয়মের কথা তিনি জানেন কিনা। এমন প্রশ্নের জবাবে ডিলার বলেন, হ্যাঁ তিনি জানেন।

এবিষয়ে টেক অফিসার সাবরী সাবরিনা মুঠো ফোনে জানান, নিয়ম হলো টিসিবির পণ্য বিতরনের আগে আমাকে জনানো কিন্তু তারা আমাকে কিছুই জানায়নি। ডিলার টিসিবির পণ্য বিতরণ করছে এটাই আমি জনিনা তাহলে অনিয়মের বিষয়টি আমি কি ভাবে জানবো। আমি এবিষয়ে কিছুই  জানিনা।

জনপ্রিয় সংবাদ

জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ

জামালপুরে টিসিবির পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

২২ জুন (শনিবার) কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নে কোজগড় বাজারে চাল ছাড়াই টিসিবির পণ্য বিতরনে অভিযোগ উঠেছে বীথি এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছানো মাত্রই উক্ত প্রতিষ্ঠানের ডিলারের ছেলে এ এম সাকিম মেহেদী দৈনিক সবুজ বাংলাকে বলেন, আমরা চেষ্টা করছি চালসহ পণ্য বিতরনের কিন্তু গ্রাহকরাই নিতে চায়না আর যারা নিচ্ছে তাদের অনেকেই বিক্রি করে দিচ্ছে।

টিসিবির পণ্য গ্রাহক তার সুবিধা মতই নিবে বা আপনারা তাদের চাহিদা মত পণ্য সরাবারহ করবেন এধরনের কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন কোন নিয়ম নেই। সরকারের বেধে দেওয়া পণ্যের সবগুলো গ্রাহক নিতে বাধ্য এবং ডিলাররাও দিতে বাধ্য।

তাহলে চাল ছাড়া কেন অন্যান্ন পণ্য বিক্রি করছেন? উত্তরে ডিলারের ছেলে জানান, এর আগে যারা ডিলার ছিলেন তারাই এ ব্যবস্থা করে গেছেন  আমরা কি করব। তাছাড়া  অনেকেই সম্পূর্ণ টাকার যোগান দিতে পারেনা। এসময়ে টেক অফিসার কে দেখা যায়নি, টেক অফিসারের কথা জানতে চাইলে, বীথি এন্টারপ্রাইজ এর মালিক ও ডিলার মোফাজ্জল হোসেন বলেন, তিনি এসে ছিলেন। এখন অন্য স্থানে দায়িত্ব পালন করছেন। চাউল বিতরনে অনিয়মের কথা তিনি জানেন কিনা। এমন প্রশ্নের জবাবে ডিলার বলেন, হ্যাঁ তিনি জানেন।

এবিষয়ে টেক অফিসার সাবরী সাবরিনা মুঠো ফোনে জানান, নিয়ম হলো টিসিবির পণ্য বিতরনের আগে আমাকে জনানো কিন্তু তারা আমাকে কিছুই জানায়নি। ডিলার টিসিবির পণ্য বিতরণ করছে এটাই আমি জনিনা তাহলে অনিয়মের বিষয়টি আমি কি ভাবে জানবো। আমি এবিষয়ে কিছুই  জানিনা।