রংপুর অ লের পাঁচ জেলায় বন্যায় ৩১৭ হেক্টর জমির ফসল ও ৫ কোটি টাকার পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সংকটে পড়েছে রোপা আমন ধানের বীজতলা নিয়ে। বন্যায় রোপা আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বীজতলা প্রস্তুত করে ধান রোপণের সময় পেরিয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্যায় রংপুর অ লের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ২ হাজার ৩১৫ হেক্টর জমির ফসল এখনো কমবেশি বন্যার পানিতে তলিয়ে আছে। এত ফসল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১৭ হেক্টর জমির। যেসব ফসল ক্ষতি হয়েছে সেগুলো হচ্ছে, রোপা আমনের বীজতলা, শাকসবজি, চিনাবাদাম, আউশ ধান, পাট, মরিচ ও তিল। ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুড়িগ্রাম জেলায়। বন্যায় রংপুরের পাঁচ জেলার ১২১ হেক্টর জমির ৬০৫টি পুকুরের ২০৫ টন মাছ ভেসে গেছে। এর বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকার অধিক হবে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এ ক্ষতি পুষিয়ে নিতে পারে এমন মৎস্যচাষির সংখ্যা খুবই কম। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রংপুর অ লের ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের অনেকগুলো এখনো পানিতে নিমজ্জিত। আবার নদী ভাঙনের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের জমি নদীতে চলে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান বলেন, এবারের বন্যায় ফসলের তেমন একটা ক্ষতি হয়নি। পাঁচ জেলায় ৩১৭ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। যা পুষিয়ে নেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। বীজতলার সংকট মোকাবিলার জন্য কাজ করা হচ্ছে। রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের কৃষক ফয়জার আলী জানিয়েছেন তার প্রায় ৫ বিঘা জমি চাষের বীজতলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কি করে তিনি জমিতে ধানের চারা রোপণ করবেন তা নিয়ে সংকটে পড়েছেন। রংপুর মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, বন্যায় অন্যান্য অ লের চেয়ে রংপুরে মাছের ক্ষতি কম হয়েছে। ক্ষতি পুষিয়ে নিয়ে মৎস্যচাষিদের পরামর্শ দেয়া হচ্ছে। কাউনিয়া উপজেলা মধুপুরের মৎস্যচাষি জয়নাল আবেদিন জানিয়েছেন তার পুকুরের মাছ বন্যায় ভেসে গেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, বন্যায় নদীভাঙনের শিকার কিছু বিদ্যালয়ের স্থাপনা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক বিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ৩৭টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতি হয়েছে। নদীর পানি কমতে শুরু করলেও এখনো অনেক মানুষ রয়েছেন পানিবন্দি। পাঠদান থেকে বি ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
শিরোনাম
রংপুর অ লে বন্যায় ৩১৭ হেক্টর জমির ফসলের ক্ষতি
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 78
জনপ্রিয় সংবাদ


























