দেশের চলমান বন্যা পরিস্হিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সহযোগীতা করে আসছে।ফেনি,নেয়াখালী,কুমিল্লা ও চট্টগ্রামের ফটিকছড়ি সহ যে সকল জেলা-উপজেলা প্লাবিত হয়েছে তাদের উদ্ধার,খাবার,ঔষুধপত্র ও কাপুড়-চোপড় সহ বিভিন্ন ত্রানসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষে দেশের আপামর জনগন সর্বোচ্চ সহযোগীতার জন্য এগিয়ে এসেছে।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বন্যার্তদের সহযোগীতার জন্য নগদ অর্থ, শুকনা খাবার(বিস্কুট, চিড়া, মুড়ি ইত্যাদি) , কাপড়চোপড় সহ বিভিন্ন ত্রাণসামগ্রী সংগ্রহের কার্যক্রম পরিচালনা করেন।
“বৈষম্য বিরোধী” ছাত্র আন্দোলনের সদরপুর উপজেলা শাখার শিক্ষার্থীরা, “ঘুরে দেখি সদরপুর-চরভদ্রাশন সংগঠন” এর সদস্যরা ও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সারাদিন সদরপুরের বিভিন্ন হাট,বাজার,দোকান ও সমাজের উচ্চবিত্তদের এই দানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
তারা মানুষের দোরগোড়ায় গিয়ে উক্ত দান সংগ্রহ করছেন। এছাড়াও তারা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে এই ত্রান সংগ্রহ করছেন।
তাদের ডাকে সাড়া দিয়ে সবাই সাধ্যমতো দানের হাত বাড়িয়ে বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে এসেছেন।
এছাড়াও তারুণ্যের আলো নামক একটি সংগঠন, বিভিন্ন ওলামাগন,শিক্ষক,সাংবাদিক,চাকুরী জীবী সহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন বানভাসী মানুষের সহযোগীতার জন্য এগিয়ে এসেছেন।।
সংগৃহীত ত্রান কোন কোন সংগঠন নিজেদের উদ্যোগে সরেজমিনে গিয়ে এবং কোন কোন সংগঠন বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে বানভাসিদের পৌঁছে দিবেন বলে তারা জানিয়েছেন।























