০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে আল্লাহু চত্বরের নামে কোটি টাকা লোপাট

ফেনী শহরের মিজান রোডের মাথায় আল্লাহর ৯৯টি নাম খচিত একটি ইসলামীক ভাস্কর্য নির্মাণ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। শান্তি চত্বর নামে এই ভাস্কর্যটি গত ১৭ মার্চ উদ্বোধন করেন সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী।
উদ্বোধনের আগে মেয়রকে নির্মাণ ব্যয় সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি বলেন,  একটি বিজ্ঞাপনি সংস্থা এটি নির্মাণ করে দিবেন। যার কারনে এর টেন্ডার বা পৌর পরিষদের অনুমোদনের প্রয়োজন নেই।
উদ্বোধনের পরদিন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে, প্রায় ‘এক কোটি দশ লক্ষ টাকা’  ব্যয়ে পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়। মাত্র দুই মাসে এর কাজ শেষ করে নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।
 পৌরসভার প্রকৌশল বিভাগ, হিসাব শাখা,  উন্নয়ন বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে, কোন প্রকার টেন্ডার প্রক্রিয়া ছাড়াই  মেয়রের ছোট ভাইকে এটি নির্মানের জন্য ৪০ লক্ষ টাকায় চুক্তি দেয়া হয়।  মোট ব্যয়ের ১০% হিসেবে ১১ লক্ষ টাকা কমিশন নেন নিজাম হাজারী। বাকি ৫৯ লক্ষ টাকা লোপাট করেন তৎকালীন মেয়র স্বপন মিয়াজি।
তবে মেয়র ক্ষমতাচ্যুত হওয়ার আগে কোন তথ্য দেয়নি এসব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জানাগেছে, ভাস্কর্যটির ওপর চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার বাজার মুল্য বিশ লক্ষ টাকা। এছাড়া ৭ হাজার এলইডি লাইট বসানো হয়েছে,  যার মুল্য ২ লক্ষ টাকা। সব মিলিয়ে নির্মাণ ব্যয় হতে পারে ২২/২৫ লক্ষ টাকা। বাকি অর্থ এমপি ও মেয়র লোপাট করেছেন। দুদকে মামলা করে লোপাটকৃত টাকা ফেরত নেয়ার দাবি পৌরবাসীর।
জনপ্রিয় সংবাদ

ফেনীতে আল্লাহু চত্বরের নামে কোটি টাকা লোপাট

আপডেট সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
ফেনী শহরের মিজান রোডের মাথায় আল্লাহর ৯৯টি নাম খচিত একটি ইসলামীক ভাস্কর্য নির্মাণ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। শান্তি চত্বর নামে এই ভাস্কর্যটি গত ১৭ মার্চ উদ্বোধন করেন সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী।
উদ্বোধনের আগে মেয়রকে নির্মাণ ব্যয় সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি বলেন,  একটি বিজ্ঞাপনি সংস্থা এটি নির্মাণ করে দিবেন। যার কারনে এর টেন্ডার বা পৌর পরিষদের অনুমোদনের প্রয়োজন নেই।
উদ্বোধনের পরদিন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ সুত্রে জানা গেছে, প্রায় ‘এক কোটি দশ লক্ষ টাকা’  ব্যয়ে পৌরসভার অর্থায়নে এটি নির্মাণ করা হয়। মাত্র দুই মাসে এর কাজ শেষ করে নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।
 পৌরসভার প্রকৌশল বিভাগ, হিসাব শাখা,  উন্নয়ন বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে, কোন প্রকার টেন্ডার প্রক্রিয়া ছাড়াই  মেয়রের ছোট ভাইকে এটি নির্মানের জন্য ৪০ লক্ষ টাকায় চুক্তি দেয়া হয়।  মোট ব্যয়ের ১০% হিসেবে ১১ লক্ষ টাকা কমিশন নেন নিজাম হাজারী। বাকি ৫৯ লক্ষ টাকা লোপাট করেন তৎকালীন মেয়র স্বপন মিয়াজি।
তবে মেয়র ক্ষমতাচ্যুত হওয়ার আগে কোন তথ্য দেয়নি এসব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জানাগেছে, ভাস্কর্যটির ওপর চারটি এলইডি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার বাজার মুল্য বিশ লক্ষ টাকা। এছাড়া ৭ হাজার এলইডি লাইট বসানো হয়েছে,  যার মুল্য ২ লক্ষ টাকা। সব মিলিয়ে নির্মাণ ব্যয় হতে পারে ২২/২৫ লক্ষ টাকা। বাকি অর্থ এমপি ও মেয়র লোপাট করেছেন। দুদকে মামলা করে লোপাটকৃত টাকা ফেরত নেয়ার দাবি পৌরবাসীর।