বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হত্যার ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর, সোমবার, মো. আবুল হাসান চৌধুরীকে টেকনাফ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় পুলিশের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম গুলিতে নিহত হন। এই ঘটনার আসামি আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করেন, টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো, জসিম উদ্দীন চৌধুরী জানান, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক আবুল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আবুল হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম পুলিশের গুলিতে নিহত হয়। নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।























