ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল তরিকার পীর মাশায়েক ও আহলে বায়াত এবং পাক-পাঞ্জাতনের অনুসারী ও ভক্তবৃন্দদের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির উদ্যোগে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা সরকারি কলেজ সংলগ্ন বটটিলা মাজার প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সমন্বয় কমিটি বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মো. মনিরুল ইসলাম ওরফে মনির মেম্বার। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভান্ডাব দরবার শরীফের খাদেম সৈয়দ মজিবুর রহমান চিশতী নিজামী। তরিকতে ফেডারেশনের ভালুকা শাখার নেতা অ্যাডভোকেট কায়কোবাদ হোসেন, ভালুকা মডেল প্রেসক্লাবের সভাপতি সোহাগর রহমান, সাংবাদিক শাহ আলী আজগর, কন্ঠশিল্পী আলী আহসান কবির, জাফর চান দরবার শরিফের খাদেম ইমন আহমেদ জর্জ (দয়াল), জয়গরুর মনির শাহ ও ফিরোজ আহমেদ প্রমুখ। বক্তারা বিভিন্ন স্থানে মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর প্রতিবাদে সাম্প্রতিক এসব ঘটনাকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে বিবেচনায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত মাজার সংস্কারের ব্যবস্থা এবং মাজার রক্ষায় নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান তারা।
পরে দুপুর সাড়ে ১২টায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ভক্ত আশেকানরা মাজার প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে দোয়া মাহফিলে মিলিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।























