জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ উদ্যোগে এবং গ্রামীণফোনের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফিউচারনেশন’ প্রকল্পের আওতায় ফ্রন্টিয়ার টেকনোলজি স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মজুরুল হক খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। তিনি বলেন, “প্রযুক্তিগত দক্ষতা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও দক্ষ করে তুলবে।” তিনি শিক্ষার্থীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও আইটি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, ইউএনডিপির ফিউচারনেশন প্রোগ্রামের পাঠ্যক্রম ও কনটেন্ট উন্নয়ন বিশ্লেষক নাসরিন সুলতানা এবং ফিউচারনেশন প্রোগ্রামের ঢাকা বিভাগের ফ্যাসিলিটেটর আবু আনজুম আলিফ। তারা এই স্কলারশিপের গুরুত্ব এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকসহ প্রায় ৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অধিবেশন শেষে শিক্ষার্থীদের জন্য ‘ফিউচারনেশন’ প্রকল্পের আওতায় কোর্স প্রক্রিয়া নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউএনডিপির ফ্যাসিলিটেটর আবু আনজুম আলিফ শিক্ষার্থীদের কোর্সের কাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উল্লেখ্য, ‘ফিউচারনেশন’ প্রকল্পটি তরুণদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল স্কিল, লিডারশিপ, ক্যারিয়ার গ্রোথ-সংক্রান্ত বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।


























