১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
অন্নপূর্ণা-১ জয় করে ফিরলেন জন্মভূমে

বাবর আলীর হাতে ১১ আট-হাজারি পর্বতের চূড়ায়ও উড়ুক বাংলাদেশ

 

 

২৬ হাজার ৫৪৫ ফুট উপরে, হিমবাহ আর খাড়া ঢালে দাঁড়িয়ে ছিল এক স্বপ্নলালসবুজ পতাকা হাতে এক বাঙালি। নাম তার বাবর আলী। গতবছর এভারেস্ট লোৎসে জয় করেছিলেন তিনি। আর এবার সেই পর্বত, যা উচ্চতায় দশম হলেও কৌশলগত দিক থেকে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর। খাড়া ঢাল, ক্ষণিকেই বদলে যাওয়া আবহাওয়া, আর আচমকা তুষারধসএই সবকিছুকে পাশ কাটিয়ে পৌঁছেছেন চূড়ায়। এপ্রিল, এভাবেই নেপালের ভয়ংকর তুষারপ্রবণ খাড়া অন্নপূর্ণা জয় করে ইতিহাসে নিজের নাম লেখালেন বাবর। দীর্ঘ দুরূহ অভিযান শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি বাংলাদেশে ফেরেন। বুধবার (১৬ এপ্রিল উপলক্ষে বাবরের ক্লাবভার্টিক্যাল ড্রিমার্সএর আয়োজনে নগরের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান।বাবর জানান, পৃথিবীতে আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার মোট ১৪টি পর্বত রয়েছে। আমি চাই একে একে সবগুলো জয় করতে। এই লক্ষ্যেই গত বছর এভারেস্ট লোৎসে এবং এবার অন্নপূর্ণা জয় করেছি। যদিও অন্নপূর্ণা দশম সর্বোচ্চ, তবে টেকনিক্যালি এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি।তিনি বলেন, ‘সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল ক্যাম্প থেকে ক্যাম্প পর্যন্ত অংশে। পাথর খসে পড়া তুষারধসের আশঙ্কা সবসময় ছিল। সামিট পুশের দিন একটানা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা উপরের দিকে ওঠার পর চূড়ায় পৌঁছাই, এরপর ফিরে আসতে সময় লাগে আরও ঘণ্টামোট সাড়ে ২৬ ঘণ্টার এই যাত্রা ছিল শারীরিক মানসিকভাবে চরম পরীক্ষা।অভিযানের ব্যবস্থাপক ক্লাবের সভাপতি ফরহান জামান বলেন, ‘বাবরের ধারাবাহিক সফলতা প্রমাণ করে, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে তিনি বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর তালিকায় নাম লেখাতে পারেন, যারা সব ১৪টি আটহাজারি পর্বত জয় করেছেন।ভার্টিক্যাল ড্রিমার্স উপদেষ্টা শিহাব উদ্দীন বলেন, ‘আধুনিক বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করার শক্তিশালী মাধ্যম হলো অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্বতারোহণের মতো চূড়ান্ত চ্যালেঞ্জ জয় করে বাবর দেখাচ্ছেন, আমরা আর শুধু ভেতো বাঙালি নইআমরাও পারি পর্বতের মতো অটল হয়ে দাঁড়াতে। সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামএর পরিচালক ব্রুনো লাক্রাম্প।উল্লেখ্য, বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিএবং ব্লুজে।সাংবাদিক সম্মেলনের শেষে বাবর আলী ক্লাবের কর্মকর্তাদের হাতে জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন, যেটি নিয়ে তিনি একে একে জয় করেছেন এভারেস্ট, লোৎসে এবং সর্বশেষ অন্নপূর্ণা১। তাঁর লক্ষ্যবাকি ১১টি আটহাজারি পর্বতের চূড়ায়ও উড়ুক এই লালসবুজ পতাকা।

 

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

অন্নপূর্ণা-১ জয় করে ফিরলেন জন্মভূমে

বাবর আলীর হাতে ১১ আট-হাজারি পর্বতের চূড়ায়ও উড়ুক বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

 

২৬ হাজার ৫৪৫ ফুট উপরে, হিমবাহ আর খাড়া ঢালে দাঁড়িয়ে ছিল এক স্বপ্নলালসবুজ পতাকা হাতে এক বাঙালি। নাম তার বাবর আলী। গতবছর এভারেস্ট লোৎসে জয় করেছিলেন তিনি। আর এবার সেই পর্বত, যা উচ্চতায় দশম হলেও কৌশলগত দিক থেকে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর। খাড়া ঢাল, ক্ষণিকেই বদলে যাওয়া আবহাওয়া, আর আচমকা তুষারধসএই সবকিছুকে পাশ কাটিয়ে পৌঁছেছেন চূড়ায়। এপ্রিল, এভাবেই নেপালের ভয়ংকর তুষারপ্রবণ খাড়া অন্নপূর্ণা জয় করে ইতিহাসে নিজের নাম লেখালেন বাবর। দীর্ঘ দুরূহ অভিযান শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি বাংলাদেশে ফেরেন। বুধবার (১৬ এপ্রিল উপলক্ষে বাবরের ক্লাবভার্টিক্যাল ড্রিমার্সএর আয়োজনে নগরের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন জাতীয় পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান।বাবর জানান, পৃথিবীতে আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার মোট ১৪টি পর্বত রয়েছে। আমি চাই একে একে সবগুলো জয় করতে। এই লক্ষ্যেই গত বছর এভারেস্ট লোৎসে এবং এবার অন্নপূর্ণা জয় করেছি। যদিও অন্নপূর্ণা দশম সর্বোচ্চ, তবে টেকনিক্যালি এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি।তিনি বলেন, ‘সর্বোচ্চ চ্যালেঞ্জ ছিল ক্যাম্প থেকে ক্যাম্প পর্যন্ত অংশে। পাথর খসে পড়া তুষারধসের আশঙ্কা সবসময় ছিল। সামিট পুশের দিন একটানা প্রায় সাড়ে ১৭ ঘণ্টা উপরের দিকে ওঠার পর চূড়ায় পৌঁছাই, এরপর ফিরে আসতে সময় লাগে আরও ঘণ্টামোট সাড়ে ২৬ ঘণ্টার এই যাত্রা ছিল শারীরিক মানসিকভাবে চরম পরীক্ষা।অভিযানের ব্যবস্থাপক ক্লাবের সভাপতি ফরহান জামান বলেন, ‘বাবরের ধারাবাহিক সফলতা প্রমাণ করে, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে তিনি বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর তালিকায় নাম লেখাতে পারেন, যারা সব ১৪টি আটহাজারি পর্বত জয় করেছেন।ভার্টিক্যাল ড্রিমার্স উপদেষ্টা শিহাব উদ্দীন বলেন, ‘আধুনিক বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করার শক্তিশালী মাধ্যম হলো অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্বতারোহণের মতো চূড়ান্ত চ্যালেঞ্জ জয় করে বাবর দেখাচ্ছেন, আমরা আর শুধু ভেতো বাঙালি নইআমরাও পারি পর্বতের মতো অটল হয়ে দাঁড়াতে। সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজ্যুয়াল নিটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামএর পরিচালক ব্রুনো লাক্রাম্প।উল্লেখ্য, বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিএবং ব্লুজে।সাংবাদিক সম্মেলনের শেষে বাবর আলী ক্লাবের কর্মকর্তাদের হাতে জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন, যেটি নিয়ে তিনি একে একে জয় করেছেন এভারেস্ট, লোৎসে এবং সর্বশেষ অন্নপূর্ণা১। তাঁর লক্ষ্যবাকি ১১টি আটহাজারি পর্বতের চূড়ায়ও উড়ুক এই লালসবুজ পতাকা।