বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের তত্বাবধানে আগামী ২৬-৩০ জুলাই পর্যন্ত ‘আরএফএল-এসিআই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কোয়াশ ওপেন’ নামে একসঙ্গে দুটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে। এগুলো হলো : ছেলেদের জন্যে ‘পিএসএ চালেঞ্জ ট্যুর’ এবং মেয়েদের জন্য ‘ডব্লিউএসএফ এন্ড পিএসএ স্যাটেলাইট টুর্নামেন্ট’।
শনিবার পর্যন্ত স্বগতিক বাংলাদেশসহ মোট আটটি দেশের পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা এই প্রতিযোগিতার জন্যে নাম নিবন্ধন করেছেন। দেশগুলো হলো : বাংলাদেশ, শ্রীলঙ্ক, মিশর, ভারত, কুয়েত, ইরান, মালয়েশিয়া এবং পাকিস্তান। এছাড়া ওমান, ভারত ও পাকিস্তানের একাধিক পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন এবং তাদের নাম সংরক্ষিত আসনে আছে।
আরকে/সবা
শিরোনাম
ঢাকায় দুটি স্কোয়াশ টুর্নামেন্টে
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ০১:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 137
জনপ্রিয় সংবাদ


























