আগামী ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন উপলক্ষে ‘প্রাচ্যের ডান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী মহসিন ক্লাব আয়োজিত দিনব্যাপী সেইলর প্রেজেন্টস চেকমেট নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহী স্কুল শিক্ষার্থীদের আজ ২৬ জুন থেকে আগামী ১০ জুলাই, বিকেল ৫টার মধ্যে (মোবাইল: ০১৩২২৯১৬১৭৯) নাম তালিকাভুক্ত করতে হবে। মোট ৫০ স্কুল শিক্ষার্থীদের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের ৪০ এবং নারায়ণগঞ্জের বাইরের জেলার ১০ জন এন্ট্রি করতে পারবেন।
এন্ট্রি ফি প্রাপ্তির ভিত্তিতে প্রথম ৫০ জন নেওয়া হবে। নির্দিষ্ট তারিখের আগে ৫০ জন পূরণ হয়ে গেলে আর কোন এন্ট্রি ফি গ্রহণ করা হবে না। এন্ট্রি ফি ২৫০ টাকা। মোট পুরস্কার ১১টি। বিজয়ীদের আর্কষণীয় ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে টুর্নামেন্ট লোগো সম্বলিত টি-শার্ট উপহার দেওয়া হবে।
উল্লেখ্য, দাবা নিয়ে ঐতিহ্যবাহী মহসিন ক্লাবের ভবিষৎ পরিকল্পনায় রয়েছে টুর্নামেন্ট শেষে মেধাবীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ, দাবা ক্লাব গঠন, জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে সহায়তা এবং আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্ট আয়োজন করা।
আরকে/সবা
























