কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগীর সব ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ জুলাই জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লার ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী আজ রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
এমআর/সবা
শিরোনাম
মুরাদনগরের ওই নারীর ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ
-
সবুজ বাংলা অনলাইন রিপোর্ট - আপডেট সময় : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- ।
- 112
জনপ্রিয় সংবাদ


























