ছুটি কাটাতে গিয়ে এক নয়, দুই নয়, তিন-তিন সুন্দরী রমণীর সঙ্গে ‘কোয়ালিটি টাইম স্পেন্ড’ করলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। নিজ দেশ ব্রাজিলের এক সমুদ্রসৈকতে তিন সুন্দরীর সঙ্গে ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলারের অন্তরঙ্গ ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিনি যাদের সঙ্গে ছবি তুলেছেন, তাদের একজন হলেন সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি দানিয়া মেন্ডেজ। ইনস্টাগ্রাম এবং টিকটক মিলিয়ে তার ৯ মিলিয়ন ফলোয়ার আছে। তিনিই তার সোশ্যাল অ্যাকাউন্টে ভিনি এবং আরও দুই তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেন।
সেই তিন তরুণীর আরেকজন হলেন কন্টেন্ট ক্রিয়েটর ভিক্টোরিয়া রুইজ, যার ফলোয়ারসংখ্যা ৪ লাখের বেশি। তিনি ভিনিসিয়ুসের ভক্ত হিসেবে বেশ পরিচিত।
ছবির তৃতীয় তরুণী হলেন শিল্পী ক্যাথেরিন বাসকয়। তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে অন্তরঙ্গ ছবি পোস্ট না করলেও ভিনির সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন।
আরকে/সবা

























