ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (২৯ জুলাই) শিক্ষার্থীদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি তোমাদের মতোই জাস্টিস চাই। এ ঘটনা যেন আড়াল না হয়, সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কমিটি ব্যর্থ হলে প্রয়োজনে সিআইডি, পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হবে।”
উপাচার্য আরও জানান, নিরাপত্তা জোরদারসহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চলছে এবং তিনি নিজেই তদন্ত অগ্রগতির তদারকি করছেন। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে বলে জানান তিনি।
এদিন সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং ‘সাজিদের মৃত্যু তদন্তে গড়িমসি হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে’ বলে হুঁশিয়ারি দেয়। কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠন ও প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন জানিয়েছেন, ভিসেরা রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে এবং এরপর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী।
এমআর/সবা


























