সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা ভিত্তিক ম্যাথ মাইস্ট্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলাল হোসেন।
প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, প্রোগ্রাম ম্যানেজার মৌসুমি চাকমা, দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ পার্টনার স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় উপজেলার ২২টি পার্টনার স্কুলের ৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এমআর/সবা






















