গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি গঠন নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা হল রুমে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাবেক গভর্নিং কমিটির সদস্য, স্থানীয় জনসাধারণ, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি নাজিম উদ্দিন সরকার, সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও পুনতাইর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, বিদ্যুৎসাহী সদস্য ইউনিয়ন যুবদলের আহবায়ক এবং সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ছয়ঘড়িয়া দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবার যথানিয়মে প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়। এবারও গভর্নিং বডি গঠনে যথানিয়মে প্রতিষ্ঠাতা সদস্য এবং বিদ্যুৎসাহী সদস্যদের প্যানেল তৈরি করা হয়েছে। যেখানে প্রতিষ্ঠাতা পরিবারের মনোনীত ব্যক্তিসহ এককালীন দুই লাখ টাকা ডোনেশন দিয়ে বিদ্যুৎসাহীদের মনোনয়ন দেওয়া হয়। পাশাপাশি যথারীতি নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে ভোট গ্রহণের তারিখও ঘোষিত হয়। আগামী রবিবার (৩ আগস্ট) সরাসরি ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু ভোটে নিশ্চিত বিজয়ী না হওয়ার সম্ভাবনা থেকে একটি মহল স্থানীয়দের মধ্যে মিথ্যাচার করে এবং প্রতিষ্ঠানের সুনামকে ক্ষতিগ্রস্থ করে।
বক্তারা মিথ্যাচারের প্রতিবাদ করে তা প্রতিরোধের আহবান জানান স্থানীয় অভিভাবকসহ অন্যান্যদের।






















