চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রবিবার (১৭ আগস্ট) সকালে যাত্রীবোঝাই একটি চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ এবং যাত্রীদের দ্রুত সরে যাওয়ার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
ঘটনা ঘটে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে। স্থানীয়রা জানান, হঠাৎ সিএনজির গ্যাস সিলিন্ডারে লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, “আমি মসজিদের সামনে হেটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহর রহমত, একটু দেরি হলে হয়তো বড় দুর্ঘটনা ঘটত।”
আরেক প্রত্যক্ষদর্শী ছালেহ আহমেদ বলেন, “আমরা সবাই ছুটে গিয়ে সাহায্য করার চেষ্টা করি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
সিএনজি চালক মো. শফি আলম জানান, “আমি দুই যাত্রী নিয়ে পরৈকোড়া বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা প্রাণে বেঁচেছে, কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটি পুড়ে গেছে। গাড়িটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হলেও আগুনে অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার লিকেজ এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।” তিনি আরও জানান, আগুনে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।






















