বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত ভোটে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে বিপুল সমর্থন পাওয়া গেছে। পশুপালন অনুষদের ৯২ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ভোট দিয়েছেন।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গত ২৮ জুলাই থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক প্রতিনিধি নিয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করে এবং শিক্ষার্থীদের মতামত জানতে অনলাইন ভোটের আয়োজন করে।
১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে ১৬ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ চলে। শিক্ষার্থীরা নিজ নিজ ইআরপি প্রোফাইলে লগইন করে ভোট প্রদান করেন। ভোটের ফলাফল প্রকাশ করে কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান জানান, এনিমেল হাজবেন্ড্রি বা ডিভিএম ডিগ্রির পক্ষে উল্লেখযোগ্য সমর্থন নেই। এখন ডিএলএসসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করা হবে।
এমআর/সবা

























