বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ফরিদগঞ্জ উপজেলা কমান্ড শাখার নব গঠিত এডহক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ১৯ আগষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড শাখার আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা শহীদুল আলম রব ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান এর যৌথ স্বাক্ষরিত পত্রে স্বারক নং- মুক্তি/ ফরিদগঞ্জ /০১/২৫-০১ এ বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারীকে আহব্বায়ক ও বীরমুক্তিযোদ্ধা মো: দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৭(সাত) সদস্য একটি আহব্বায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।
আহব্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন-আহব্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: আমির হোসেন মৃধা, সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন।
নবগঠিত কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, নবগঠিত কমিটি ফরিদগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ, অধিকার রক্ষায় এবং মুক্তিযোদ্ধাদের চেতনায় সংগঠনকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।






















