দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে (শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছরের শুরু থেকে আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন এবং ১১৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কেউ করোনায় আক্রান্ত না হলেও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছরের শুরু থেকে এখন (২৪ আগস্ট) পর্যন্ত ৩২ জনের মৃত্যু হলো।
আজ রবিবার (২৪ আগস্ট) রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু সংক্রান্ত পরিস্থিতি বিষয়ক আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের অন্যান্য জেলায় ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন হয়েছে। এরপরেই নতুন করে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২৭ হাজার ২৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগর বা দুই সিটি কর্পোরেশনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১৪ জন, ঢাকা মহানগরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলার মোট রোগী ২১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, খুলনা বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ২১৫ জন এবং সিলেট বিভাগে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে’তে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টের গতকাল ২৪ তারিখের সকাল ৮ টা পর্যন্ত মারা গেছেন ৩২ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের কোথাও কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১ জন মারা গেছে। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে আজ (২৪ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা অপরিবর্তিত ৭২৭ জন থাকলেও মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।


























