০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি

ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। এর আঘাত থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৯:০০ টার পর থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, ঝড়ের প্রভাবে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল) ছুঁয়েছে। সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

ভিয়েতনামের থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগ প্রদেশের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট এবং জারি করা হয়েছে সমুদ্রে নৌযান চলাচল নিষেধাজ্ঞা।

চীনের হাইনান দ্বীপ অতিক্রমের পর কাজিকির প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

কাজিকি তাইওয়ান উপকূলে প্রবেশ করলে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে, তবে বাতাসের গতি তখনও ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটারের কাছাকাছি থাকবে। ঝড়ের কারণে ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং ২-৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

বিবিসি ওয়েদার জানিয়েছে, ভূমিধ্বসের পরে কাজিকি কিছুটা দুর্বল হতে পারে, তবে এটি ২০০ কিমি/ঘন্টা বেগে বাতাস বয়ে আনবে এবং ৩০০ থেকে ৪০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হবে। ৬.৬ থেকে ১৩ ফুট উচ্চতার বিপজ্জনক ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে ভিয়েতনাম এয়ারলাইন্স রোববার ও সোমবারের মোট ২২টি ফ্লাইট স্থগিত করেছে।

গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা টাইফুন ইয়াগির মতোই বিধ্বংসী হতে পারে এই কাজিকি। ইয়াগির আঘাতে শত শত মানুষ নিহত হয়েছিলেন, শুধু ভিয়েতনামেই প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩০০ জন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ৩ জানুয়ারি মহাসমাবেশ স্থগিত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি

আপডেট সময় : ১২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। এর আঘাত থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় রাত ৯:০০ টার পর থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য ভিয়েতনামের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, ঝড়ের প্রভাবে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১৬৬ কিলোমিটার (১০৩ মাইল) ছুঁয়েছে। সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

ভিয়েতনামের থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাগ প্রদেশের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট এবং জারি করা হয়েছে সমুদ্রে নৌযান চলাচল নিষেধাজ্ঞা।

চীনের হাইনান দ্বীপ অতিক্রমের পর কাজিকির প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

কাজিকি তাইওয়ান উপকূলে প্রবেশ করলে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে, তবে বাতাসের গতি তখনও ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটারের কাছাকাছি থাকবে। ঝড়ের কারণে ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং ২-৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

বিবিসি ওয়েদার জানিয়েছে, ভূমিধ্বসের পরে কাজিকি কিছুটা দুর্বল হতে পারে, তবে এটি ২০০ কিমি/ঘন্টা বেগে বাতাস বয়ে আনবে এবং ৩০০ থেকে ৪০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হবে। ৬.৬ থেকে ১৩ ফুট উচ্চতার বিপজ্জনক ঝড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে ভিয়েতনাম এয়ারলাইন্স রোববার ও সোমবারের মোট ২২টি ফ্লাইট স্থগিত করেছে।

গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা টাইফুন ইয়াগির মতোই বিধ্বংসী হতে পারে এই কাজিকি। ইয়াগির আঘাতে শত শত মানুষ নিহত হয়েছিলেন, শুধু ভিয়েতনামেই প্রাণ হারিয়েছিলেন অন্তত ৩০০ জন।

এমআর/সবা