কুড়িগ্রামের চিলমারীতে জুয়া খেলার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (২৫ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সবুজ কুমার বসাকের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেফতার করা হয়।এসময় জুয়ার সরঞ্জাম হিসেবে ১১টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার পিসি ও একটি মনিটর জব্দ করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন মো. আব্দুর বারেকের ছেলে আল আমিন (২৪), ও মোখলেছুর রহমানের ছেলে এস এম শিহাব (২১)। তাদের বাড়ি কাঁচকোল উত্তর খামার।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ইউএনও স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামীদের কে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এসএস/সবা
শিরোনাম
চিলমারীতে জুয়ার সরঞ্জামসহ ২ জন গ্রেফতার ১৫ দিনের কারাদণ্ড
-
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম - আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- ।
- 91
জনপ্রিয় সংবাদ




















