চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট সংলগ্ন এলাকায় নোহা মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে একজন।নিহত ব্যক্তির নাম নুরুল আজিম (৪০)।সে রামু উপজেলার ইদগড় ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বৌ-ঘাটা এলাকার হাজী ছৈয়দ আহমদের পুত্র।নুরুল আজিমের সাথে থাকা মোটরসাইকেল আরোহী একজন মহিলা আহত হয়েছে।আজ ৩০শে আগষ্ট শনিবার বেলা ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়.মোটরসাইকেল ও নোহা গাড়ি দুটিই চট্টগ্রামমুখী ছিল।ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি ইউটার্ন নিলে পেছনে থাকা নোহা গাড়ি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নুরুল আজিম মারা যায় এবং নোহা গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।স্থানীয়রা বলেন আহতদের উদ্ধার করে হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে মালুমঘাট হাইওয়ের পুলিশের ইনচার্জ মেহেদী হাসান বলেন.পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে. দূর্ঘনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।একজনের মৃত্যু হয়েছে। গাড়ি গুলো হাইওয়ে থানা নিয়ে আসা হয় এবং এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।






















