কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল ইমরান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল, আল মিজান মাহিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সাথে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন এবং স্মৃতিময় ছবি তোলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশ নবনির্মিত ভবনটি উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।




















