জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মো. আলাল (২৬) ও তার ভাই মো. দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭), স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মো. শামীম (২৭)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবির পপনের নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
এ সময় বাটন ফোন ৫টি, অ্যান্ড্রয়েড ফোন ৯টি, আইফোন ১টি, সিমকার্ড ৪১টি, মেমোরি কার্ড ২টি, ডেবিট/ক্রেডিট কার্ড ৪টি,পাসপোর্ট ২টি, জাতীয় পরিচয়পত্র ৫টি, ল্যাপটপ ১টি, সিপিইউ ২টি, মনিটর ১টি, নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয় । পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এরা জুয়া খেলে কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। প্রত্যকেই বাড়ি করছে, সবার বাড়িই রাজপ্রাসাদ।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
এমআর/সবা






















