বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় রাস্তা সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে এই কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী। এছাড়া স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে মৌলিক অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতায় এই ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন, এর ফলে মানুষের ভোগান্তি কমবে এবং এলাকায় সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় থাকবে।
এমআর/সবা




















