০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে ৩৫০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ফেনীর সোনাগাজীতে ৩৫০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও ঘর বরাদ্দ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ শেষে উপজেলায় ৪০০ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে প্রকাশিত হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। এর মধ্যে ৩৫০ জনই ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, এসব ভুয়া মুক্তিযোদ্ধারা সরকার থেকে ভাতা ও ঘর পাচ্ছেন, যা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলেও কোনো তদন্ত হয়নি বলে জানান তিনি।

তিনি আরো বলেন, অসাধু ব্যক্তিদের যোগসাজশে টাকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থা বন্ধে সেনা গোয়েন্দাদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট ও ঘর বরাদ্দ বাতিল করে রাষ্ট্রীয় অর্থ ফেরত নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় হাইকোর্টে রিটসহ আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মফিজুল হক পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আহসান উল্যাহ উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনাগাজীতে ৩৫০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজীতে ৩৫০ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও ঘর বরাদ্দ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ শেষে উপজেলায় ৪০০ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে প্রকাশিত হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। এর মধ্যে ৩৫০ জনই ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, এসব ভুয়া মুক্তিযোদ্ধারা সরকার থেকে ভাতা ও ঘর পাচ্ছেন, যা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলেও কোনো তদন্ত হয়নি বলে জানান তিনি।

তিনি আরো বলেন, অসাধু ব্যক্তিদের যোগসাজশে টাকা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থা বন্ধে সেনা গোয়েন্দাদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট ও ঘর বরাদ্দ বাতিল করে রাষ্ট্রীয় অর্থ ফেরত নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় হাইকোর্টে রিটসহ আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মফিজুল হক পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার আহসান উল্যাহ উপস্থিত ছিলেন।

এমআর/সবা